Monday, March 14, 2022

ENVS_AEC1_2021-22

 কাল 14 তারিখ আমাদের ফার্স্ট সেমিস্টারের ই এন ভি এস এর পরীক্ষা। সকলের একই সিলাবাস সেই অনুসারে বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়া হলো। আর এর মধ্যে থেকেই অনেকটা আমরা কমন পেয়ে যাব আমাদের পরীক্ষা হবে 40 মার্কের একঘন্টা সময় থাকবে। উত্তর 𝙈𝘾𝙌 টাইপ এর থাকবে। প্রশ্ন থাকবে কুড়িটা 2 𝙈𝙖𝙧𝙠 করে এক একটা প্রশ্নের মান। নিচে বেশ কিছু প্রশ্ন দেয়া হলো অবশ্যই সকলে ভালো করে দেখে নেবে একবার।

Instagram:-@mm_hussain786


 (1)বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস পাওয়া যায়?


উত্তর:-- নাইট্রোজেন গ্যাস l


(2) বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি?

Ans:--সালোকসংশ্লেষ।


(3) মহা দ্রাবক কি?

উত্তর :--জল l


(4) চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন ব্যক্তির নাম?

 উত্তর:--এস এল বহুগুনা l


(5) জলদাপাড়া কি সংরক্ষণের জন্য বিখ্যাত?

Ans:--গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত l


(6) সূর্যরশ্মি আমাদের কোন ভিটামিন দেয় l

উত্তর :--ডি ভিটামিন দেয়।


7 ডাবলু ডাবলু এফ এর পুরো কথাটি কি?

উত্তর :--ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড।


8 কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়?

উত্তর :--সিঙ্কোনা গাছ থেকে ।


9 ভূমিকম্প পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে

উত্তর :--সিসমোগ্রাফ।


10 ইকোসিস্টেম কথাটির প্রবর্তক কে?

উত্তর :--এ,জি ,ট্রান্সলি।


11এসিড বৃষ্টির কারণ কি?

উত্তর:-- সালফার ডাই অক্সাইড।


12বিশ্ব উষ্ণায়ন এর মূল কারণ কি?

উত্তর:-- co2 অর্থাৎ কার্বন-ডাই-অক্সাইড।


13 একটি জলবাহিত রোগের নাম বলো?

উত্তর :--কলেরা।


14 পৃথিবীর প্রথম শক্তি সংগ্রহ করে ____থেকে?

উত্তর:-- সূর্য থেকে।


15 সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :---কেরালা রাজ্যে


16:--ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস


উত্তর:-- MIC gas.


17বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয় কত সালে?

উত্তর:--1992 সালে


18 সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর:--- চাষাবাদের সঙ্গে অর্থাৎ গম চাষের সঙ্গে।


19 বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তর:--- 5 ই জুন।


20 ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল?

And:--1984 সালে 


21আগ্রার তাজমহল ক্ষতি হতে পারে?

Ans:--সালফার ডাই অক্সাইড এর দ্বারা।


22. (CNG) সিএনজি এর পুরো কথা কি?

Ans:--কম্প্রেসড ন্যাচারাল গ্যাস


23 একটি বায়ুবাহিত রোগের নাম বল?

উত্তর :--চিকেনফক্স।


24 ইউটিউব ফিকেশন কার সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর :--জলদূষণের সঙ্গে সম্পর্কযুক্ত।


25গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে?

উত্তর:-- জলদাপাড়া।


26বস্তু তন্ত্রে অক্সিজেন হলো এক ধরনের?

উত্তর:- জীবজ উপাদান


27রামসার ক্ষেত্র বলতে বোঝায়?

উত্তর:- জন্মভূমিকে।


28অপ্রচলিত শক্তির উৎস হল?

উত্তর :-সূর্যালোক।


29 জৈব ডিজেল উৎপাদনের জন্য উপযুক্ত গাছ হলো?

উত্তর :-জ্যাট্রোফা গাছ।


30শর্করার প্রধান উৎস কি?

উত্তর:-- ভাত বা কার্বোহাইড্রেট।


31বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হয়?

উত্তর :--শক্তি পিরামিড‌।


33রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

উত্তর:--ভিটামিন ডি এর অভাবে।


34 আম পাকানোর জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়।

উত্তর :--ক্যালসিয়াম কার্বনেট


35জলের ঘনত্ব সর্বাধিক কত?

উত্তর:-- 4 ডিগ্রী সেলসিয়াস।


36বসুন্ধরা দিবস পালিত হয় ?

উত্তর :--22 শে এপ্রিল।


37শব্দ দূষণ পরিমাপের একক কি?

উত্তর :--ডেসিবেল।


38ভারতের শীতল মরুভূমি?

উত্তর :--লাগাখ।


39:--তামাক আসক্তির কারণ হলো?

উত্তর :--নিকোটিন।


40ফ্লোরাইড দূষণের ফলে?

উত্তর:--- দাঁতের ক্ষতি হয়।


41বায়ু দূষণের প্রধান কারণ কি?

উত্তর :--ধোয়া।


42:-বায়ুমন্ডলের co2 বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

উত্তর:- ০.০৩৫%।


43মিনামাটা রোগের কারণ কি?

উত্তর :--পারদ দূষণ।


44গ্রীন হাউস ইফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?

উত্তর :--যে ফারিয়ার।


45একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ?

উত্তর:-- সৌরশক্তি।


46মোটর গাড়ির ধোঁয়ায় কি পাওয়া যায়?

উত্তর :--পারদ পাওয়া যায়।


47পরিবেশ রক্ষা আইন কার্যকরী হয়?

উত্তর:-- 1986 সালে।


48সিএফসি ব্যবহার করা হয়?

উত্তর :--রেফ্রিজারেটরে।


49:ওজন গহ্বর প্রকট হতে দেখা যায়?

উত্তর :--আন্টার্টিকায়।


50ভারতবর্ষে প্রবাল প্রাচীর যেখানে দেখা যায়?

উত্তর :--আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।


51বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?

উত্তরঃ --21 শে মার্চ।


52বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?

উত্তর :--৭৮.০৯%


53মানব জনসংখ্যা পাঠের বিষয়টি হল?

উত্তর :--ডেমোগ্রাফি।


54:ভারতের প্রাচীনতম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি?

উত্তর :-মহারাষ্ট্রের তারাপুর।


(55) 2011 সালের জনগণনা অনুসারে ভারতবর্ষের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।

উত্তর:-- উত্তর প্রদেশ।


56সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?

উত্তর :--ডক্টর নরম্যান বোরল্যাগ।


57ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি ভূপৃষ্ঠের উপরের স্থানটিকে কি বলা হয় ‍?

 উত্তর :--এপিসেন্টার।


58চেরনোবিল ফুকুশিমা দুর্ঘটনায় পরিবেশের কি বিপদ ঘটেছে?

উত্তর :--তেজস্ক্রিয় বিকিরণ।


             ~By Muktar Mukarul Hussain

No comments:

Post a Comment

Tell Me. How can I help you?

ENVS_AEC1_2021-22

 কাল 14 তারিখ আমাদের ফার্স্ট সেমিস্টারের ই এন ভি এস এর পরীক্ষা। সকলের একই সিলাবাস সেই অনুসারে বেশ কিছু প্রশ্নের উত্তর দেয়া হলো। আর এর মধ্যে...